শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইমাম হোসাইন মসজিদটি ভেঙে ফেলার নির্দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২০, ১০:০০ এএম

এবার সউদি আরবের কাতিফের ইমাম হোসাইন মসজিদটি ভেঙে দেয়ার নির্দেশ দিয়েছে সউদি কর্তৃপক্ষ। মসজিদটিতে শিয়াদের অন্যতম নেতা ও সউদি রাজ পরিবারের সমালোচক শেখ নিমর বাকির আল-নিমর ইমামতি করতেন।

আল জাজিরার বরাত দিয়ে জানা যায়, সউদির পূর্বাঞ্চলীয় প্রদেশের কাতিফে ইমাম হোসাইন মসজিদটি সর্বশেষ উন্নয়ন প্রকল্পের আওতায় সম্পূর্ণ ভেঙে ফেলার নির্দেশ দেয়া হয়।

সউদি আরবীয় মানবাধিকার কর্মী আদেল আল-সাদ সংবাদমাধ্যমকে জানান, সউদি নাগরিকদের শেখ নিমরের স্মৃতি মনে করিয়ে দেয় এমন সব কিছু ধ্বংস করার মিশন হিসেবে এ মসজিদটি ধ্বংস করা হচ্ছে।

শেখ নিমর সউদি রাজ পরিবারকে নিয়ে সমালোচনার দায়ে অভিযুক্ত ছিলেন। তাকে ২০১২ ও ২০১৪ সালে গ্রেফতার করা হয়। সউদি বিশেষ ফৌজদারি আদালতে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।

তিনি আরো জানান, সউদি কর্তৃপক্ষ যাই করুক না কেন তাতে কিছু যায় আসে না, নিমরের স্মৃতি আমাদের মাঝে অমর হয়ে থাকবে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২ জানুয়ারি শেখ নিমরসহ ৪৭ বন্দীকে ফাঁসি দেয় সউদি কর্তৃপক্ষ। বিশ্বের মানবাধিকার গ্রুপগুলো ও বিভিন্ন দেশের সরকার ওই ফাঁসির তীব্র সমালোচনা করেছিল। শেখ নিমরের ফাঁসিতে ২০১৬ সালে আরবীয় উপদ্বীপে ব্যাপক বিক্ষোভ হয়।

সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
MD Akkas ৩ ডিসেম্বর, ২০২০, ১২:০৫ পিএম says : 0
শিয়ারা কাফের। আর বর্তমান আরব সরকার ভন্ড।
Total Reply(0)
এ, কে, এম জামসেদ ৩ ডিসেম্বর, ২০২০, ১২:১১ পিএম says : 0
জেরুজালেম থেকে ১০০ বছর আগে আসা বৃটিশ-আমেরিকার সমর্থকরা এখন সৌদি রাজ পরিবার নয়কি?
Total Reply(0)
Khalil Rahman ৮ ডিসেম্বর, ২০২০, ৮:০১ এএম says : 0
শিয়ারাও মুসলিম। মসজিদ ভাঙ্গা উচিত হয়নি। সৌদি সরকার ভুলের জন্যই বিপদে পড়বে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন