চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ডায়নামো কিয়েভকে উড়িয়ে দিয়েছে জুভেন্টাস। আজ নিজেদের মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে জুভেন্টাস ৩-০ গোলের জয় পেয়েছে।
নিজেদের মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে ফেডরিকো চিয়েসার গোলে ম্যাচের ২১ মিনিটে এগিয়ে যায় জুভেন্টাস। বিরতি পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থাকে দলটি।
বিরতির পর ম্যাচের ৫৭ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করে ব্যবধান দ্বিগুন করেন। আর ৬৬ মিনিটে গোল করে জুভেন্টাসের বড় জয় নিশ্চিত করেন মোরাতা।
গ্রুপে ৫ ম্যাচ শেষে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জুভেন্টাস। ৫ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন