বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এবার করোনা টিকা প্রয়োগের নির্দেশ রাশিয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২০, ১১:৩১ এএম

যুক্তরাজ্য করোনাভাইরাসের টিকার অনুমোদনের পর এবার আগামী সপ্তাহের মধ্যে দেশটিতে করোনার টিকা প্রয়োগ শুরুর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মন্ত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে রাশিয়ার সরকার প্রধান জানিয়েছেন, ব্যাপক পরিসরে এই টিকা প্রয়োগ করা হবে। সেক্ষেত্রে চিকিৎসক ও শিক্ষকদের দেয়া হবে অগ্রাধিকার।

যুক্তরাষ্ট্র ফাইজার ও বায়োএনটেকের টিকা প্রয়োগের অনুমোদন দিলেও রাশিয়া স্পুটনিক ভি’র উপরও ভরসা রাখছে। এদিন পুতিন বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই তার দেশ ২০ লাখ টিকা সরবরাহ করবে।

প্রথম দেশ হিসেবে করোনা টিকা ব্যবহারের অনুমতি দিয়ে যুক্তরাজ্য জানিয়েছিল, ফাইজার ও বায়োএনটেকের টিকা করোনা প্রতিরোধে ৯৫ শতাংশ পর্যন্ত কার্যকর। অন্যদিকে রাশিয়ার দাবি স্পুটনিক ভি টিকা করোনার বিরুদ্ধে লড়তে ৯২ ভাগ কার্যকর।

সূত্র: রয়র্টাস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন