বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রূপগঞ্জে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ

প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিয়ে পড়ানোর কাজীর বৈধতা নিয়ে জিজ্ঞাসাবাদকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দুই দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের এক নারী ইউপি সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে বাড়িঘরে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর ও লুটপাটের অভিযোগ এনেছেন। শুক্রবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় ঘটে এ ঘটনা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে, মাসুম মিয়া নামে এক ব্যক্তি গোলাকান্দাইল ইউনিয়ন এলাকায় বৈধ ভাবে বিয়ে পড়ানোর কাজীর দায়িত্বে রয়েছেন। অপর দিকে, সাওঘাট এলাকার সাবেক কাজী শাহজাহান মিয়ার ছেলে শাহাদাত মিয়া অবৈধ ভাবে বিয়ে পড়ানোর কাজ করে আসছে বলে অভিযোগ রয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে কাজী মাসুম মিয়ার পক্ষে রাসেল, মিল্লাত, দেলোয়ার, খালেকসহ ১৫/২০ জনের একদল সাবেক কাজী শাহজাহান কাজীর বাড়িতে অবস্থান করে।
এসময় শাহজাহানের ছেলে শাহাদাত মিয়াসহ তার পরিবারের লোকজনকে অবৈধ ভাবে বিয়ে পড়ানোর কাজ বন্ধ করতে চাপ প্রয়োগ করে তারা। এছাড়া বিয়ে পড়ানোর প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাওয়া হয়। এসময় দুই পক্ষের লোকজনই বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে লাঠিসোটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে বেঁধে যায়। দুই দফা সংঘর্ষে উভয় পক্ষের ইউপি সদস্য শিল্পী বেগম, অনিক মিয়া, শাহাদাত মিয়া, জামিল আক্তার, কলি আক্তার, শাহজালাল, জসিম, খালেক, মিল্লাত, দেলোয়ার হোসেনসহ অন্তত ১৫ জন আহত হন। পরে ভুলতা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন