মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আসামি পারভেজের হাইকোর্টে জামিন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২০, ১২:০৬ এএম

লিবিয়ায় পাচার হওয়া ২৬ বাংলাদেশী হত্যাকান্ডের ঘটনায় মানবপাচার চক্রের সদস্য নরসিংদীর পারভেজ হোসেনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এক জামিন আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গতকাল বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম এবং বিচরপতি মো.বদরুজ্জামানের ডিভিশন বেঞ্চ এ জামিন দেন। জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো.বশিরউল্লাহ। এ বিষয়ে তিনি জানান, গত ২৮ মে মানবপাচারকারীদের হাতে লিবিয়ায় ২৬ বাংলাদেশী নিহত ও ১১ জন আহত হন। এ ঘটনায় দেশের বিভিন্ন থানায় ২৫টির বেশি মামলা হয়। এসব মামলার একটির আসামি হিসেবে নরসিংদীর পারভেজ হোসেন গ্রেফতার হন। এখন তিনি কারাগারে রয়েছেন। গত ৩ নভেম্বর পারভেজের জামিন প্রশ্নে রুল জারি করেন হাইকোর্ট।

গতকাল রুলের চূড়ান্ত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। জামিন হলেও তিনি এখনই মুক্তি পাচ্ছেন না। সরকারপক্ষ হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করবে-মর্মে জানান সরকারি এই আইন কর্মকর্তা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন