শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যাত্রীদের ফুলেল শুভেচ্ছা, চট্টগ্রামে রেলসেবা সপ্তাহ শুরু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২০, ১১:০৪ এএম

যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে শুরু হয়েছে বাংলাদেশ রেলওয়ের সেবা ও নিরাপত্তা সপ্তাহ। 

শুক্রবার সকালে সুবর্ণ এক্সপ্রেসের যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে রেল সপ্তাহের কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় যাত্রীদের ফুল ও চকলেট দিয়ে স্বাগত জানানো হয়ে। যাত্রীসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শুরু হওয়া ‘রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহ’ চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। সেবা সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে বিশেষ সেবা দিচ্ছে। ট্রেনের সময়সূচি, প্ল্যাটফর্ম দেখা, ওভারব্রিজের অবস্থা, চলন্ত ট্রেন ও বাথরুমে বিদ্যুৎ-পানি-লাইটের অবস্থা এবং নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারা জানান , সেবা ও নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন স্টেশনে যাত্রীদের সঙ্গে কথা বলা হবে।
তাদের পরামর্শ গ্রহণ করে সামনের দিনগুলোতে তা বাস্তবায়নের চেষ্টা করা হবে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের সিএমই ফকির মো. মহিউদ্দিন, সিএসটিই মো. মিজানুর রহমান, ডিআরএম তারেক মোহাম্মদ সামছ তুষার, ডিটিও স্নেহাশীষ দাশ গুপ্ত, ডিএন ১ আব্দুল হামিদ মুকুল, ডিএন ২ হাবিবুর রহমান, আরএনবির চিফ কমান্ড্যান্ট জহিরুল ইসলাম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন