বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

চিঠিপত্র

ভ্যাকসিন দৌড়ে শিক্ষার্থীদের এগিয়ে রাখতে হবে

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

চলমান করোনা পরিস্থিতিতে গত ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হলেও শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বন্ধ রাখা রয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এদিকে প্রথমবারের মতো এইএসসি ও সমমানের পরীক্ষা না নেয়ার সিন্ধান্ত নেয়া হয়েছে। ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও যথাসময়ে নেয়া সম্ভব হবে না বলে ধারণা করা হচ্ছে। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়গুলো কবে খুলতে পারে তা বলতে পারছে না কেউ। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম কবে শুরু হতে পারে তা নিয়ে কোনো কিছু বলা যাচ্ছে না। কাজেই স্বভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরতে হলে গুরুত্ব দিতে হবে শিক্ষার্থীদের ভ্যাকসিন সরবরাহে। এক্ষেত্রে ভ্যাকসিন দৌড়ে শিক্ষার্থীদের একধাপ এগিয়ে রাখতে না পারলে শিক্ষাখাত হুমকির মুখে পড়বে। তাই এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষ প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিবেন বলে আশা রাখি।

মো. মিলন হোসেন
শিক্ষার্থী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন