শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিশ্বসেরার শিরোপা পেলেন ভারতের স্কুলশিক্ষক!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

অসম্ভবকে সম্ভব করে ইতিহাস গড়লেন মহারাষ্ট্রের সোলাপুর জেলার পারিতেওয়াদি এলাকার এক প্রাথমিক শিক্ষক। নাম রনজিৎ সিনহা দিসালে।

প্রান্তিক গ্রাম থেকে যাত্রা শুরু। সেই যাত্রা এখন গোটা বিশ্বের কাছে অন্যতম উদাহরণ সৃষ্টি করে দিলেন তিনি। নারীশিক্ষা প্রসারে অদম্য উদ্যোগের জন্য গ্লােবাল টিচার প্রাইজ ২০২০ জিতলেন এই প্রাথমিক স্কুল শিক্ষক। এই পুরস্কার বাবদ ভারতীয় মুদ্রায় প্রায় ৭ কোটি ৪০ লাখ টাকা পেয়েছেন। এখানেও তিনি নিজের সততার পরিচয় দিয়েছেন। এই প্রাপ্ত পুরস্কারের টাকা তার নয় ফাইনালিস্টদের মধ্যে ভাগ করে নিতে চান বলে জানিয়েছেন। তার এই স্বীকৃতির পর শুভেচ্ছা জানিয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল, রাজ্যসকরকার। সূত্র : এবিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোঃ আনোয়ার আলী ৫ ডিসেম্বর, ২০২০, ১১:৫৪ এএম says : 0
ধন্যবাদ স্যারকে
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন