মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যশোর সীমান্ত থেকে ৭ কেজি ওজনের ৬০ টি স্বর্ণের বার উদ্ধার

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২০, ৩:০০ পিএম | আপডেট : ৩:১১ পিএম, ৫ ডিসেম্বর, ২০২০


যশোর সীমান্ত হতে ০৭ কেজি ওজনের ৬০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহল দল। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এছাড়াও, করোনাকালীন সময়ে চোরাকারবারীদের যেকোন তৎপরতা ও কর্মকান্ড রহিত করনের লক্ষে বিশেষ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যার ফলশ্রুতিতে গত ০৪ ডিসেম্বর ২০২০ তারিখ ২৩০০ ঘটিকায় বেনাপোল বিওপিতে কর্মরত নায়েক সিগন্যাল মোঃ নুর আলম এর নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে সীমান্ত মেইন পিলার ৩৯ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ পূর্ব কোনে শাহজাদপুর মাঠ হতে মালিকবিহীন অবস্থায় ০৭ কেজি ওজনের ৬০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৪,৮৯,৩০,০০০/- (চার কোটি ঊননব্বই লক্ষ ত্রিশ হাজার) টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বার থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Anwar Ashraf ৫ ডিসেম্বর, ২০২০, ৩:৩২ পিএম says : 0
শাহজাদপুর মাঠ হতে মালিকবিহীন অবস্থায় ০৭ কেজি ওজনের ৬০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ...
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন