বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পঞ্চগড়ে কোভিট-১৯ রোগ নির্ণয়ের দ্রুততম পদ্ধতি এন্ট্রিজেন কীটের মাধ্যমে পরীক্ষা শুরু

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২০, ৩:৪২ পিএম

পঞ্চগড়ে এন্টিজেন কিটের মাধ্যমে করোনা শনাক্তের

পরীক্ষা শুরু করেছে পঞ্চগড় স্বাস্থ্য বিভাগ । আজ শনিবার(৫ডিসেম্বর) দুপরে
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এই পরীক্ষা করা হয়। এই কীটের মাধ্যমে করোনা
রোগী শনাক্তের জন্য একজন ডাক্টার, একজন ল্যাব টেকনিশিয়ান ও একজন
হিসাবরক্ষককে প্রশিক্ষনের মাধ্যমে তিন সদস্যের একটি টিম প্রস্তুত করা
হয়েছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে কীটের মাধ্যমে পরীক্ষা শুরুর প্রথম
দিনে তিন জনের নমুনা সংগ্রহ করা হয়। তিন জনের মধ্যে দুই জনের করোনা
নেগেটিভ শনাক্ত হয়। এর আগে জেলায় মোট চার হাজার ৭১৯জনের নমুনা সংগ্রহ করা
হয়। এর মধ্যে ৭৩৯জন করোনা রোগী শনাক্ত হয়। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছে
১৮জন রোগী । এপর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২০জন রোগী ।
পঞ্চগড় স্বাস্থ্য বিভাগের পক্ষথেকে ভারপ্রাপ্ত সিভিল সার্জণ ডা. আফরোজা
বেগম রীনা জানান, নোভেল করোনা ভাইরাসের দ্রুততম পদ্ধতি হলো এন্ট্রিজেন
টেস্ট। এ পদ্ধতিতে একটি স্ট্রূীপের মাধ্যমে রোগীর করোনা পরীক্ষা দ্রুত
সময়ের সম্পন্ন হবে এবং মাত্র -২০ থেকে ৩০ মিনিটের মধ্যে পাওয়া যাবে
ফলাফল। ইতিমধ্যে হাসপাতালের একজন মেডিকেল অফিসার,মেডিকল টেকনোলজিস ও একজন
পরিখ্যানবিদ প্রশিক্ষণ নিয়ে এসেছেন। এন্ট্রিজেন টেস্ট সম্পন্নের লক্ষ্যে
টিম গঠন করা হয়েছে তারা দায়িত্ব পালন শুরু করেছে। এই টেষ্টের ফলে পিসিআর
ল্যাবের উপর থেকে চাপ কমে আসবে ধারনা কর্তৃপক্ষের। প্রথম দিনে তিন জনের
এন্ট্রিজেন টেষ্ট করা হলে তাদের মধ্যে ২ জনের নেগেটিভ ও ১ জনের ফলাফল
পজেটিভ আসে। যাদের নেগেটিভ ফলাফল আসবে তাদের পু:রায় দিনাজপুর এম আব্দুর
রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে টেস্টের জন্য পাঠানো
হবে বলে জানান তিনি ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন