বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইংল্যান্ডে বাড়ছে ধর্ষণ, বিচারের হারও কমছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

ইংল্যান্ড এবং ওয়েলসের মতো জায়গায় ধর্ষণ এবং যৌন হয়রানি অপরাধ বেড়েই চলেছে। অথচ এ নিয়ে কীভাবে তদন্ত হচ্ছে, অপরাধীদের বিচার হচ্ছে কিনা- তা নিয়ে তেমন প্রতিবেদন হচ্ছে না। আরও মারাত্মক ব্যাপার হচ্ছে, এসব অপরাধের একটি বড় অংশই গোপন থেকে যাচ্ছে। এছাড়া বিচারের হারও অত্যন্ত কম, বছরের পর বছর লেগে যাচ্ছে বিচার করতে। ফলে ব্রিটিশ বিচার ব্যবস্থার সমালোচনা করছেন যুক্তরাজ্যের নারীবাদী কর্মীরা। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্যা গার্ডিয়ানের এক সম্পাদকীয় বলা হয়, সম্প্রতি যুক্তরাজ্যে অবস্থার উন্নতির পরিবর্তে আরও খারাপের দিকে যাচ্ছে। ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ বেড়েছে তিনগুণ। এই জরিপ থেকে ইঙ্গিত পাওয়া যায়, অপরাধের শাস্তির হারও কমে যাচ্ছে। ২০১৯ সালে দেখা যায়, ইংল্যান্ড এবং ওয়েলসে ৫৫ হাজার ২৫৯টি ধর্ষণের অভিযোগ আসে পুলিশের কাছে। অথচ ওই বছর বিচার হয়েছে মাত্র ৭০২টি ঘটনার। অর্থাৎ, শাস্তি তো দ‚রের কথা; ইংল্যান্ড এবং ওয়েলসে প্রতি ৭০টি ধর্ষণের ঘটনায় একটির বিচার প্রক্রিয়া শুরু হয় মাত্র! সরকারি পৃষ্ঠপোষকতায় শিগগিরই এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার কথা রয়েছে। তবে তার আগেই নারীদের একটি গ্উপ চলতি সপ্তাহের শুরুর দিকে অপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বর্তমান অবস্থাকে ‘নজিরবিহীন সংকট’ হিসেবে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, ধর্ষণের মতো অপরাধকে আর অপরাধ হিসেবেই দেখা হচ্ছে না। ইংল্যান্ড এবং ওয়েলসে এটি একটি বহুমুখী সমস্যা। তবে গত কয়েক বছরে ‘মি টু’-এর মতো আন্দোলনের কারণে পুলিশের কাছে অভিযোগের সংখ্যা বেড়েছে কিনা- তা স্পষ্ট নয়। জরিপ বলছে, ধর্ষণের শিকার ৮৫ শতাংশই কিশোরী। রেনহার্ড সিনাগা নামের এক সিরিয়াল ধর্ষককে জেল দেয়া হয়। গার্ডিয়ান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন