বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গাজীপুরে শুটিং স্পট ও এমব্রয়ডারি কারখানায় আগুন

প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরের আউচপাড়া সুরতরঙ্গ রোড এলাকায় এমব্রয়ডারি কারখানা এবং ঝাজর এলাকায় একটি শুটিং স্পট পুড়ে গেছে। শুক্রবার দিবাগত ও শনিবার সকাল ৮টার দিকে পৃথক এ দুর্ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. মোরশেদুল ইসলাম জানান, শুক্রবার রাত ২টার দিকে আউচপাড়া সুরতরঙ্গ রোড এলাকায় মো. নাঈমের ছয়তলা ভবনের নিচতলায় থাকা একটি এমব্রয়ডারি কারখানায় আগুন লাগে।

ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভায় বলে জানান ওই কর্মকর্তা।
“কারখানার মেশিনপত্র, কাপড় ও সুতা পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ জানা যায়নি।”
অপরদিকে জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. হানিবুর রহমান শুনেছেন, সিটি করপোরেশনের ঝাজর এলাকায় শনিবার সকাল ৮টার দিকে জাহাঙ্গীর হোসেন অপুর শুটিং স্পটে আগুন লাগে।

“ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্পটের পাশে থাকা তাজ পিভিসি পাইপ কারখানার শ্রমিকরা পানি ও অগ্নিনির্বপণ গ্যাস ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলে বলে কর্মীরা ফিরে আসে,” তিনি বলেন। আগুনে শুটিং স্পটের দুটি কক্ষ, আসবাবপত্র ও গাছপালা পুড়ে গেছে বলে তিনি শুনেছেন। এখনও আগুন লাগার কারণ জানা যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন