মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মেয়েদের হকিতে যুক্তরাজ্যের প্রথম

প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বর্তামান চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে পেনাল্টি শুটআউটে হারিয়ে প্রথমবারের মত মেয়েদের হকির স্বর্ণ পদক জিতেছে যুক্তরাজ্য। ২০০৮ সালে বেইজিংয়ে ও ২০১২ সালে লন্ডনে চ্যাম্পিয়ন হওয়া ডাচরা ফাইনালেও ছিল সবচেয়ে ফেভারিট দল। গ্রæপ পর্বের সবকটি ম্যাচ জিতে টানা তৃতীয়বার স্বর্ণ জয়ের সম্ভাবনা জোরালো করেছিল তারা। জার্মানির সঙ্গে নির্ধারিত সময় ১-১ গোলে ড্র’র পর শুটআউটে ৪-৩ এ জিতে অপরাজিত থেকে ফাইনালে ওঠে নেদারল্যান্ডস। আর গ্রæপের সবকটি ম্যাচ জেতা যুক্তরাজ্যও দারুণ আত্মবিশ্বাস নিয়ে প্রথমবারের মতো অলিম্পিক ফাইনালে ওঠে। আর উঠেই বাজিমাত করল চার বছর আগে লন্ডনে ব্রোঞ্জ জেতা দলটি। রিও ডি জেনিরো অলিম্পিকের ফাইনালে নির্ধারিত সময় ৩-৩ গোলে ড্র’র পর ম্যাচ পেনাল্টি শুটআউটে গড়ায়। ২-০ গোলে এতে জিতে চ্যাম্পিয়ন হয় যুক্তরাজ্য। টাইব্রেকারে দুই দলের নেওয়া ১০ শটের মাত্র দুটিতেই গোল হয়। নিউজিল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে জার্মানির মেয়েরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন