শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টাঙ্গাইলে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

বেতন বৈষম্য নিরসন, নিয়োগ বিধিমালা সংশোধন, টেকনিক্যাল পদমর্যাদা ও মাঠ ভাতা বৃদ্ধির দাবিতে সারাদেশের মতো টাঙ্গাইলেও অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীরা। গতকাল সকাল ১১টায় ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে কাজে যোগ না দিয়ে অবস্থান ধর্মঘট শুরু করেন তারা। গেলো ২৬ নভেম্বর থেকে তারা আন্দোলন শুরু করেন।

ধনবাড়িতে কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন সমন্বিত দাবি বাস্তবায়ন কমিটির সভাপতি মঞ্জুরুল রহমান, সদস্যসচিব আতিকুর রহমানসহ সংশ্লিষ্টরা। এ সময় স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীরা অংশ নেন। বক্তারা বলেন, আমাদের ন্যায্য দাবি ও পাওনার জন্য এই কর্মবিরতি শুরু করেছি। সরকারের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের দক্ষতা প্রয়োজন। সেই লক্ষ্যে স্বাস্থ্য পরিদর্শক ১১তম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২তম এবং স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড দিতে হবে। যতদিন দাবি মেনে না নেয়া হবে, ততদিন এই আন্দোলন চলমান থাকবে বলে জানান বক্তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন