মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সবখানেই বৃষ্টির বাধা

প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ডারবানে প্রথম দিন খেলা কম হয়েছিল প্রায় ১২ ওভার। নিউ জিল্যান্ড বোলারদের বোলিং তোপে ৮ উইকেট খুইয়ে ২৩৬ রান তুলেছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির বাধায় গতকাল খেলা হয়েছে সাকুল্যে ২২ ওভার। হাতের দুই উইকেট হারিয়ে মোট ২৬৩ রান সংগ্রহ করে ফাফ ডু প্লেসিসের দল। দলের ৮ জন ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছালেও ফিফটির দেখা পান শুধুমাত্র হাশিম আমলা (৫৩)। কিউইদের হয়ে ৩টি করে উইকেট নেন বোল্ট ও ওয়েগনার। জবাবে কঠিন পরীক্ষায় সফরকারীরাও। ১২ ওভার ব্যাট করে ১৫ রান তুলতেই হারাতে হয়েছে দুই ওপেনারকে। দুজনই ডেল স্টেইনের শিকার।
পোর্ট অব স্পেনেও ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যকার চতুর্থ ও শেষ টেস্টে পড়েছে বৃষ্টির হানা। দুই দিনে ত্রিনিদাদে খেলা হয়েছে মাত্র ২২ ওভার। তা থেকে ২ উইকেট হারিয়ে ক্যারিবিওদের সংগ্রহ ৬২ রান। তৃতীয় দিনেও খেলা নিয়ে দেখা দিয়েছে শংশয়। ওদিকে বৃষ্টির বাধায় তো বাতিলই হয়ে গেল আয়ারল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় এক দিনের ম্যাচ। প্রথম ম্যাচে ২৫৫ রানের রেকর্ড ব্যবধানে জিতেছিল পাকিস্তান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন