বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দৃষ্টান্ত স্থাপনে টিকা নেবেন এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

করোনাভাইরাস টিকা নিরাপদ ও কার্যকর কিনা তা নিয়ে জনমানুষের মনে ভয় রয়েছে। সেই ভয় কাটাতে এগিয়ে আসছেন বিশ্ব নেতারা। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সাবেক তিন প্রেসিডেন্ট মানুষজনকে টিকায় উৎসাহ দিতে স্বেচ্ছাসেবী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এবার সেই তালিকায় যোগ হলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগানও। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, কোভিড-১৯ টিকার জন্য তার দেশ চীন ছাড়াও রাশিয়ার সঙ্গে যোগাযোগ রাখছে। এসময় তিনি বলেন, দৃষ্টান্ত স্থাপনে তিনি টিকা নিতেও প্রস্তুত রয়েছেন। এরদোগান বলেন, আমরা রাশিয়া ও চীনের সঙ্গে কথা বলছি। টিকা নিতে ব্যক্তিগতভাবে আমার কোনও সমস্যা নেই। তিনি বলেন, জাতির সামনে একটি দৃষ্টান্ত স্থাপনে এ ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। প্রশ্ন যখন স্বাস্থ্য, তখন প্রয়োজনীয় সব কিছু করা হবে। এসময় এরদোগান নাগরনো-কারাবাখ ইস্যুতে ফ্রান্সের ভূমিকা নিয়েও সমালোচনা করেন। সমালোচনা করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁরও।এরদোগান বলেন, ম্যাখোঁ ফ্রান্সের জন্য একটি সমস্যা। ইয়েনি শাফাক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন