বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কমলনগরে টপ সয়েল কেটে বহনের দায়ে ট্রাক্টরটলি মালিকের জরিমানা

কমলনগর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২০, ১:১১ পিএম

লক্ষ্মীপুরের কমলনগরে অবৈধভাবে জমিনের উর্বর 'টপ সয়েল'(উপরের মাটি) কেটে ব্রিকফিল্ডে বহনের দায়ে ট্রাক্টরটলি মালিক মো. হেলাল উদ্দিনকে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । সোমবার রাতে উপজেলার চরমার্টিন ইউনিয়নের নবীগঞ্জ এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান এ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মমকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জানান, মেঘনার ভাঙন কবলিত এলাকায় দীর্ঘদিন থেকে অবৈধভাবে মাটি কেটে ট্রাক্টরটলিতে বহন করে ইটভাটায় নিয়ে যাচ্ছে ভাটা মালিকরা এমন অভিযোগ নিয়মিত পেয়ে থাকি।
জমিনের এ টপ সয়েল অনেক উর্বর আর অধিক ফসল ফলনে টপ সয়েলের উর্বরতা ব্যাপক উৎপাদন সহায়তা বৃদ্ধি করে থাকে বলে ও জানান এ কর্মকর্তা।
জমিনের টপ সয়েল কেটে নেয়ার খবর পেয়ে ওই এলাকায় অভিযান দিয়ে তাদের জরিমানা করা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন