শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নতুন ‘ভ্যান হেলসিং’ চলচ্চিত্র আনছে ইউনিভার্সাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

‘মনস্টার হান্টার ভ্যান হেলসিং ওয়ার্ল্ড’-এর অধীনে ইউনিভার্সাল স্টুডিও জুলিয়াস এভারির পরিচালনায় নতুন একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে। এই ফিল।মটি প্রযোজনা করবেন হরর মাস্টার জেমস ওয়ান। স্টুডিওর সুপারহিট ‘দ্য ইনভিজিবল ম্যান' উৎসাহিত হয়েছে বলে বোঝা যাচ্ছে। ‘ভ্যান হেলসিং’-এর আসন্ন পর্বটির চিত্রনাট্য তৈরি আছে তবে তার কাঠামো প্রকাশ করা হয়নি। চলচ্চিত্রটিকে হরর/থ্রিলার ধারায় অন্তর্ভুক্ত করেছে স্টুডিও। ব্রাম স্টোকারের ‘ড্রাকুলা’ উপন্যাসে ভ্যান হেলসিংয়ের প্রথম আত্মপ্রকাশ হয়, চরিত্রটি প্রধানত ভ্যাম্পায়ার শিকারি। ইউনিভার্সাল পিকচার্সের ব্যানারে কেন্দ্রীয় ভূমিকায় হিউ জ্যাকম্যানকে নিয়ে ‘ভ্যান হেলসিং’ ২০০৪ সালে মুক্তি পায়। ফিল।মটি ৩০০ মিলিয়ন ডলার আয় করে এবং মোটামুটি প্রশংসা অর্জন করে। রটেন টমাটোজে ২৪ শতাংশ অনুমোদন পেলেও দর্শকদের আগ্রহ ছিল বেশ ভাল বোদ্ধাদের কম আগ্রহ দেখে স্টুডিও সিরিজ নিয়ে আগ্রহ হারিয়ে ফেলে, তবে চরিত্রটি নিয়ে তারা আগ্রহী ছিল বরাবর। মূল চিত্রনাট্য লিখেছেন মারভেল স্টুডিওসের ‘বø্যাক উইডো’র চিত্রনাট্যকার এরিক পিয়ারসন। এভারি চিত্রনাট্যটিকে নতুন করে সাজাচ্ছেন। হিউ জ্যাকম্যান চরিত্রটিতে ফিরবেন কিনা জানা যায়নি। কাস্টিংও প্রকাশ করা হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন