শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সামরিক উপদেষ্টাদের রক্ষায় জঙ্গিবিমান পাঠাল যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

হুমকি উপেক্ষা করে হাসাকেহর আকাশে সিরীয় বিমান

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে কুর্দি নিয়ন্ত্রিত হাসাকেহর আকাশে উড়েছে সিরীয় জঙ্গি বিমান। গত শনিবার ভোরে সিরীয় সরকারের যুদ্ধবিমানগুলো হাসাকেহ নগরীর আকাশে উড়তে দেখা গেছে বলে সংবাদ সংস্থাগুলো জানিয়েছে। ওই এলাকায় কর্মরত মার্কিন সামরিক উপদেষ্টাদের ঝুঁকির মুখে ফেলতে পারে এমন যে কোনো ধরনের নতুন হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সতর্কবাণী সত্ত্বেও সিরীয় বিমান সেখানে উড়েছে। ওই নগরীর বেশিরভাগ এলাকা কুর্দিদের নিয়ন্ত্রণে রয়েছে। এর আগের দিন শুক্রবার দ্বিতীয় দিনের মতো সিরিয়ার সরকারি বাহিনী দেশটির উত্তর-পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রসমর্থিত কুর্দি বাহিনীর ওপর বিমান হামলা চালায়। এর পাল্টা ব্যবস্থা হিসাবে কুর্দি বাহিনীর সঙ্গে কর্মরত যুক্তরাষ্ট্রের সামরিক উপদেষ্টাদের জীবন রক্ষা করতে জঙ্গিবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেন, নগরীতে গত শুক্রবার রাতে ব্যাপক সংঘর্ষ, কামানের গোলা নিক্ষেপ ও রকেট হামলা হয়েছে এবং সকালেও তা অব্যাহত ছিল। মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, গত শনিবার বিমান থেকে কোনো হামলা চালানো হয়েছে কিনা তা স্পষ্ট নয়। তবে বিমানগুলো সারারাত আকাশে চক্কর দিয়েছে। অবশ্য স্থলযুদ্ধে ভারি গোলা বিনিময় হয়েছে। পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, জোটের উপদেষ্টাদের রক্ষার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি বলেন, আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করব এবং তারা ঝুঁকির মধ্যে পড়তে পারে এমন কর্মকা- না চালানোর জন্য সিরিয়া সরকারকে পরামর্শ দেব। এএফপি, বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন