বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তুর্কি সংসদে চুক্তি অনুমোদন

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইসরাইলের সঙ্গে ছয় বছরের বৈরিতার অবসান

ইনকিলাব ডেস্ক : ইসরাইলের সঙ্গে বিরোধ মিটিয়ে ফেলার একটি চুক্তি তুরস্কের পার্লামেন্টে অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। গত শনিবার তুরস্কের পার্লামেন্টে ওই চুক্তিটি অনুমোদন হওয়ায় দুই দেশের মধ্যে বিদ্যমান ছয় বছরের বৈরিতার অবসান হলো। গত মাসে দেশটিতে ব্যর্থ সেনা অভ্যুত্থান প্রচেষ্টার কারণে চুক্তির অনুমোদনে বিলম্ব হয়। গত ২৮ জুন দুই দেশের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষর হয়েছিল। উল্লেখ্য, ২০১০ সালের মে মাসে হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার একটি নৌ ব্লকের দখল নেয়ার সময় সেখানে অবস্থানরত একটি তুর্কি জাহাজ ধ্বংস করে ইসরাইল। হামলায় জাহাজে থাকা তুরস্কের ১০ আরোহীও নিহত হয়। যদিও এই ঘটনার জন্য ইসরাইল এরই মধ্যে তুরস্কের কাছে ক্ষমা চেয়েছে। নতুন চুক্তিতে ইসরাইল ওই হামলায় হতাহতদের জন্য দুই কোটি মার্কিন ডলার অর্থ সাহায্য দিতেও রাজি হয়েছে। বিনিময়ে তুরস্ককে তাদের আইনি দাবি ছেড়ে দিতে হবে। এছাড়া চুক্তির অধীনে উভয় দেশ রাষ্ট্রদূতও নিয়োগ দেবে। এ চুক্তির মাধ্যমে ভূমধ্যসাগরের অমূল্য গ্যাস সম্পদ বিষয়ে উভয় দেশ চুক্তিতে উপনীত হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। সর্বশেষ চুক্তি অনুযায়ী, গাজায় তুরস্কের নৌ ব্লকটি সচল থাকবে। আঙ্কারা ওই ব্লকটি বন্ধ করে দিতে চেয়েছিল। সেইসঙ্গে ইসরাইলি বন্দর দিয়ে গাজায় ত্রাণ পাঠানো অব্যাহত থাকবে। ইসরাইলি কর্মকর্তারা বলেন, হামাসদের অস্ত্র পাচার কমিয়ে আনতে গাজা ব্লক সচল থাকা জরুরি। অপর এক খবরে বলা হয়, দীর্ঘ ছয় বছর পর ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার চুক্তির অনুমোদন করেছেন তুরস্কের আইনপ্রণেতারা। পার্লামেন্ট অধিবেশন গ্রীষ্মকালীন বিরতিতে যাওয়ার আগেই এ চুক্তির অনুমোদন দেয়া হয়। রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, ইসরাইল চুক্তি কার্যকর হওয়ার ২৫ কর্মদিবসের মধ্যে তুরস্ককে থোক অর্থ দেবে। এএফপি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন