শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর স্মারকলিপি প্রেরণ

কালীগঞ্জ(ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২০, ১২:৪৬ পিএম

বর্তমান চিনিশিল্পের চলমান পরিস্থিতির আশু সমাধান এবং আসন্ন আখ মাড়াই মৌসুম ২০২০-২১ খ্রি. ১৫টি চিনিকল একই সাথে চালু রাখার জন্য স্মারক লিপি প্রেরণ করেছেন মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন। আজ সকাল ১০টার সময় এক বিক্ষোভ মিছিল নিয়ে শ্রমিক কর্মচারীগন উপজেলা কমপ্লেক্সে উপস্থিত হয়ে শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি - সম্পাদক ও আখ চাষী কল্যান সমিতির সভাপতি-সম্পাদক এর উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এ স্মারকলিপি প্রেরণ করেন। এ সময় উক্ত মিলের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ শ্রমিক উপস্থিত ছিলেন।

স্মারকলিপি প্রেরণ শেষে শ্রমিক ইউনিয়ের সভাপতি মোঃ গোলাম রসুল তার বক্তব্যে উল্লেখ করেন, মুজিব বর্ষে যারা চিনিকল গুলো বন্ধ করার জন্য নীল নকশা করছে তারা কখনোও মুক্তিযুদ্ধের সপক্ষের লোক না তা নাহলে মুজিব বর্ষে মিলকল গুলোকে বন্ধ করে মুজিব বর্ষকে কলংকিত করতো না। সভাপতির বক্তব্যের মধ্যদিয়ে আজকের মতো কর্মসূচি সমাপ্ত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন