বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বাঘারপাড়ায় প্রতিপক্ষের হামলায় নৌকার কর্মী নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২০, ২:০২ পিএম

বাঘারপাড়া উপজেলায় যশোরে চেয়ারম্যান পদের উপনির্বাচন নিয়ে বিরোধে বুধবার (৯ ডিসেম্বর) রাতে প্রতিপক্ষের হামলায় নৌকা প্রতীকের এক কর্মী নিহত হয়েছেন।

জানা যায়, বাঘারপাড়া উপজেলায় বুধবার (৯ ডিসেম্বর) রাতে প্রতিপক্ষের হামলায় আহত হন এক কর্মী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে তার মৃত্যু হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত খালিদুর রহমান টিটো (২৮) বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া গ্রামের মুন্তাজ উদ্দিনের ছেলে।

অভিযোগ পাওয়া গেছে, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় তিনি নিহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া গ্রামে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথীর সমর্থক খালিদুর রহমান টিটোকে কুপিয়ে জখম করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দীন মোহাম্মদ দিলু পাটোয়ারির সমর্থকেরা। পরে স্থানীয়রা তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকায় নেয়ার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন