করোনাভাইরাস মহামারির ধাক্কা সামলে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়াচ্ছে ব্রাজিলের অর্থনীতি। কিছুদিন আগেই জানা গেছে, বছরের তৃতীয় প্রান্তিকে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৮ শতাংশের কাছাকাছি। এবার এলো আরও এক সুখবর। নভেম্বরে গরুর গোশত রফতানিতে নতুন রেকর্ড গড়েছে দেশটি। এমনিতেই বিশ্বের প্রধান গরুর গোশত উৎপাদক ও রফতানিকারক দেশ ব্রাজিল। গত নভেম্বরে তাদের গরুর গোশত রফতানির পরিমাণ ছিল রেকর্ড ১ লাখ ৯৭ হাজার ৮৫২ টন। অর্থের হিসাবে এর পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮৪৪ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার। গত অক্টোবরের তুলনায় নভেম্বরে ব্রাজিলের গরুর গোশত রফতানি বেড়েছে অন্তত ১০ শতাংশ। আর ২০১৯ সালের নভেম্বরের তুলনায় বেশি হয়েছে প্রায় তিন মিলিয়ন ডলার। গত বছরের নভেম্বরে ব্রাজিল গরুর গোশত রফতানি করেছিল মোট ১ লাখ ৮০ হাজার ২১৪ টন বা ৮৪১ দশমিক ৯ মিলিয়ন ডলার সমমানের। এবছর ব্রাজিলিয়ান গরুর মাংসের সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে চীন। গত জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ব্রাজিলের প্রায় ৫৭ দশমিক ৯ শতাংশ গরুর গোশত রফতানিই হয়েছে এশিয়ার দেশটিতে। ২০১৯ সালের একই সময়ে এর পরিমাণ ছিল ৪৩ দশমিক ২ শতাংশ। এছাড়া মিসর, চিলি এবং রাশিয়াও ব্রাজিলিয়ান অন্যতম প্রধান ক্রেতা। ব্রাজিলিয়ান সংস্থা আব্রাফ্রিগোর ধারণা, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ব্রাজিলের মোট গরুর গোশত রফতানি ১০ শতাংশ বাড়তে পারে, আর এ থেকে আয় বাড়বে অন্তত ১৫ শতাংশ। সিনহুয়া, এপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন