বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

প্রাণবন্ত শহর গড়তে হবে

মতবিনিময় সভায় আলোচকরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

যান্ত্রিক যানবাহন ও শিল্প কারখানার অতিমাত্রায় কার্বন নি:সরণের ফলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে অসংখ্য মানুষ বাস্তুহারা হচ্ছে। পরিবেশের এ বিপর্যয়ে মানুষ বাধ্য হয়ে জলবায়ু শরণার্থী হয়ে শহরগুলোতে ভিড় করছে। স্বল্পসংখ্যক মানুষের ভোগবিলাসী জীবনযাপন পুরো পৃথিবীকে ঝুঁকিতে ফেলছে। সারা বিশে^ কোটি কোটি মানুষ বাস্তুহীন ও কর্মহীন হচ্ছে। যা মানবাধিকার পরিপন্থী। গতকাল মানবাধিকার দিবস উপলক্ষ্যে রাজধানীর রায়েরবাজার কমিউনিটি সেন্টারে ‘মানবাধিকার এবং জলবায়ু বিপর্যয় নিরসনে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় আলোচকরা এ মত ব্যক্ত করেন।
স্টপ এমিশনস্ নাও-বাংলাদেশ, ইনস্টিটিউট অব ওয়েলবিং এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট’র উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’র পরিচালক গাউস পিয়ারী’র সভাপতিত্বে সভায় প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অব ওয়েলবিং এর পরিচালক দেবরা ইফরইমসন এবং ডাব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা সামিউল হাসান সজীব। সভায় আরো বক্তব্য রাখেন মহিলা কাউন্সিলর রোকসানা আলম, কচিকন্ঠ স্কুলের প্রধান শিক্ষক এইচ এম নুরুল ইসলাম, রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তাহাজ্জুদ হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন স্টপ এমিশনস্ নাও-বাংলাদেশ’র সদস্য সচিব মনজুর হাসান দিলু।

শেখ মোহাম্মদ হোসেন খোকন বলেন, জলবায়ু বিপর্যয়ের ক্ষতিকর প্রভাব রোধে বিশ্ব নেতৃবৃন্দকে একযোগে কাজ করতে হবে। শহরকে প্রাণবন্ত করতে পরিবেশবান্ধব উপায়ে উন্নয়ন করতে হবে। উপক‚লের মানুষ দ্রুত বাস্তুহারা ও কর্মহীন হয়ে পড়ছে। এটা চলমান থাকলে শহরে জলবায়ু জনিত শরর্নাথীর সংখ্যা বাড়তে থাকবে।

গাউস পিয়ারী বলেন, পৃথিবীকে টিকিয়ে রাখতে কার্বণ নিঃসরণ কমানো ছাড়া আমাদের কাছে বিকল্প কিছু নেই। ২০ বছরে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের নানা প্রভাবে মারা গেছে ৫ লাখ ২৮ হাজারেরও বেশি মানুষ। বাংলাদেশ নাতিশীতোষ্ণ তাপমাত্রার দেশ হিসেবে পরিচিত হলেও কয়েক বছরে তাপমাত্রার অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যাচ্ছে। যার ফলে কৃষি, স্বাস্থ্য, অর্থনীতি, সামাজিক, প্রাকৃতিক পরিবেশের বিরূপ প্রভাব ফেলছে। আমাদের ঐক্যবন্ধভাবে উন্নত বিশ্বকে চাপ দিতে হবে কার্বণ নিঃসরণ কমাতে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন