বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জাতিসংঘ মহাসচিব জনসম্মুখে কোভিড-১৯ এর ভ্যাকসিন নিতে আগ্রহী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২০, ৯:৫৬ পিএম

জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস জনসম্মুখে কোভিড-১৯ এর ভ্যাকসিন নিতে আগ্রহ প্রকাশ করে বলেছেন, নৈতিক দায়িত্ববোধ থেকে তিনি এই কাজটি করবেন। গত বুধবার এক প্রেস ব্রিফিংয়ে গুতেরেস বলেন, ‘কোভিড-১৯ এর টিকা আসার পর পরই যেকোন পরিস্থিতিতে আমি অবশ্যই সেটি গ্রহন করবো এবং নিঃসন্দেহে তা হবে জনসম্মুখে। -মিন্ট, ইন্ডিয়া টুডে, ইউএনবি

টিকা গ্রহণের মাধ্যমে আমি জনসাধারণকে উৎসাহিত করতে চাই পাশাপাশি যারা টিকাগ্রহণ করবেন তারা ভাইরাস না ছড়িয়ে মূলত সমাজেরই সেবা করবেন। সারাবিশ্বে টিকা সরবরাহের লক্ষ্যে পর্যায়ক্রমে আফ্রিকাতেও ভ্যাকসিন প্রদান করা হবে বলে আশ্বাস দিয়েছেন মহাসচিব। ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি সিদ্ধান্ত নিয়েছে, এ মাসের শেষের দিকে তারা ফাইজার অথবা মডার্নার ভ্যাক্সিন আমদানি করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন