শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে আসলাম চৌধুরীসহ বিএনপির ৪২ নেতা-কর্মীর বিচার শুরু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২০, ১০:০০ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক আসলাম চৌধুরীসহ ৪২ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার অভিযোগে একটি মামলার বিচার শুরু হয়েছে।

২০১৩ সালে সীতাকুণ্ড থানায় দায়েরকৃত মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বৃহস্পতিবার আদালত বিচার শুরুর এ আদেশ দেন। আগামী ২২ মার্চ থেকে সাক্ষ্যগ্রহণের সময় নির্ধারণ করেছেন আদালত।

চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম শহীদুল্লাহ কায়সারের আদালত এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী রুবেল পাল।
২০১৩ সালের ১৬ নভেম্বর ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়ায় সড়ক অবরোধ করে বাসে অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বাদী হয়ে আসলাম চৌধুরীসহ ২১ জনকে এজাহারনামীয় ও আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
এসআই শাহ আলম ২০১৪ সালের ১২ এপ্রিল আসলাম চৌধুরীসহ ৪২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন