শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইইউর তুরস্কবিরোধী নিষেধাজ্ঞা পরিকল্পনায় আঙ্কারার হুঁশিয়ারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২০, ১১:০৩ পিএম

ইইউ'র নেয়া তুরস্কবিরোধী নিষেধাজ্ঞা পরিকল্পনার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে আঙ্কারা। দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র আগ্রহ হতাশাজনক। তুরস্ক এ ধরণের পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকতে ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছে। -দ্য গার্ডিয়ান, এএ ডটকম
তিনি আরও বলেছেন, আমি তুরস্কের বিষয়ে ইইউ'র খসড়া বিবৃতিটি পড়েছি। তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য তাদের আগ্রহ দেখে হতাশ হয়েছি। তবে আমি আশা করি ইউরোপীয় নেতারা নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেবে না। ভূমধ্যসাগরে গ্রিসের সঙ্গে উত্তেজনার জের ধরে তুরস্কের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা গ্রহণ করেছে। এ নিয়ে তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র আরও বলেন, তুরস্কের বিরুদ্ধে হুমকি ও নিষেধাজ্ঞা কখনোই কাজে আসেনি। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই ধরণের সম্ভাব্য সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের সম্পর্ককে যেমন খারাপ করবে তেমনি গ্রিসের সঙ্গেও আমাদের সম্পর্কের অবনতি ঘটাবে। তিনি বলেন, আমরা এখনও ন্যাটোর সদস্য এবং ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্যপদ লাভের মাধ্যমে পশ্চিমা জোটের শক্তিশালী অংশীদার ও মিত্র হিসাবে আমরা থাকতে চাই। তবে এর অর্থ এই নয় যে, রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে আমরা সুসম্পর্ক রাখতে পারব না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন