শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

তালায় শিশু-কিশোরদের ফিচার লিখন কর্মশালা

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২০, ৫:১৯ পিএম

সাতক্ষীরার তালায় শিশু-কিশোরদের অংশগ্রহণে দিনব্যাপী ফিচার লিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) তালা সদর ইউপি হলরুমে তালা প্রেসক্লাবের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বন্ধু’ ও মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য এডিটরস এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় ফিচার লেখা নিয়ে প্রশিক্ষণার্থীদের ধারণা দেন দ্য এডিটরস এর নির্বাহী সম্পাদক তানজির কচি ও সাংবাদিক গাজী জাহিদুর রহমান।
প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তালা প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলুর সভাপতিত্বে ও কোর্স কো-অর্ডিনেটর এসএম নাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, দ্য এডিটরস এর ভিডিও এডিটর রিজাউল করিম ও তালা প্রতিনিধি ইলিয়াস হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে লেখালেখি বিশেষভাবে সহায়ক। সেজন্য এই ফিচার লিখন কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণে ২৫জন শিশু-কিশোর অংশ নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন