শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সামরিক স্থাপনা ফিরিয়ে দিচ্ছে মার্কিন সেনাবাহিনী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

দক্ষিণ কোরিয়াকে ১২টি সামরিক স্থাপনা ফিরিয়ে দিতে সম্মত হয়েছে মার্কিন সেনাবাহিনী। ফিরিয়ে দেয়া এ স্থাপনাগুলোর মাঝে মধ্য সিউলের কিছু স্থানও রয়েছে। এগুলোর হস্তান্তর নিয়ে কয়েক বছর ধরে বিরোধ চলছিল দুই পক্ষের মাঝে। শেষ পর্যন্ত এ হস্তান্তরের কারণে বেসামরিক নির্মাণ প্রকল্পের পথ পরিষ্কার করে দেয়া হলো। ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের পর থেকে মার্কিন বাহিনী দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছে। উত্তর কোরিয়ার হুমকি আশঙ্কা করা সত্তে¡ও সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘাঁটিতে ২৮ হাজার ৫০০ জন মার্কিন সেনার রক্ষণাবেক্ষণ ব্যয় নিয়ে বিতন্ডায় জড়িয়ে পড়েছিল উভয় পক্ষ। এর আগে ২০০২ সালে ইউএস ফোর্সেস কোরিয়া (ইউএসএফকে) ৮০টি সামরিক স্থাপনার ১২টি দক্ষিণ কোরিয়াকে পুনর্গঠনের জন্য ফিরিয়ে দিতে সম্মত হয়। কিন্তু পরিচ্ছন্নকরণ ব্যয় নিয়ে দরকষাকষির জের ধরে বিলম্বিত হয় পরিকল্পনাটি। এখন এসে দুই পক্ষ হস্তান্তর পরিকল্পনা চ‚ড়ান্ত করলেও জটিলতা শেষ হচ্ছে না। দক্ষিণ কোরিয়ান এজেন্সিগুলো বলছে, পরিচ্ছন্নকরণ ব্যয় নিয়ে উভয় পক্ষের মাঝে দরকষাকষি অব্যাহত থাকবে। সরকারি নীতি সমন্বয়ের ভাইস মিনিস্টার চোই চাং-উন বলেন, বিলম্বের কারণে কমিউনিটির মধ্যকার সামাজিক ও অর্থনৈতিক সমস্যাকে ব্যাপকভাবে বিবেচনায় রেখে আমরা সিদ্ধান্তে পৌঁছেছি। জায়গাগুলো নাগরিকদের ফিরিয়ে দেয়ার জন্য কোনো কোনো অঞ্চলের অধিবাসীরা অনেক বছর ধরে আন্দোলন করে আসছেন। যেখানে বলা হয়েছে মার্কিন সুবিধাগুলো উন্নয়নের যে পরিকল্পনা তাকে আটকে দিয়েছে এবং সম্পত্তির মূল্যকে হ্রাস করেছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন