বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

প্রকাশিত হলো সুপা সাদিয়ার ‘মুক্তিযুদ্ধে শত শহিদ বুদ্ধিজীবী’ গ্রন্থ

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২০, ১২:০৪ এএম

মুক্তিযুদ্ধে ১০০ জন বুদ্ধিজীবীর শহিদ হওয়ার লোমহর্ষক কাহিনি সেই সঙ্গে তাদের জীবনবৃত্তান্ত নিয়ে প্রকাশিত হয়েছে গবেষক ও লেখক সুপা সাদিয়ার ১০ম গ্রন্থ ‘মুক্তিযুদ্ধে শত শহিদ বুদ্ধিজীবী’। বইটির মুখবন্ধ লিখেছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি লিখেছেন, ইতিহাসটা স্মরণে রাখা খুবই জরুরি। ইতিহাস না-জানা জাতি আর স্মৃতিভ্রষ্ট ব্যক্তির ভেতর পার্থক্য খুব কম। উভয়েই ঠিকানা বিহীন, পথভ্রান্ত এবং অবশ্যই অসুস্থ। অথচ বাংলাদেশে এখন ইতিহাস চর্চা অত্যন্ত নিম্নমুখী। সুপা সাদিয়ার এই বইটি আমাদেরকে ইতিহাস চর্চার আবশ্যকতার কথাটা স্মরণ করিয়ে দেয়।

সুপা সাদিয়া বর্তমানে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর জনসংযোগ বিভাগে কর্মরত আছেন। এছাড়া তিনি বাংলাদেশ বেতারের একজন অনুষ্ঠান ঘোষক। মুক্তিযুদ্ধে শত শহিদ বুদ্ধিজীবী বইটি প্রকাশ করেছে অবসর প্রকাশন। শহিদ বুদ্ধিজীবী দিবস ১৪ ডিসেম্বর থেকে বইটি পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ মূল্য ৫০০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটি রকমারী.কম-এ প্রি-অর্ডার চলছে। প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন