শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বিএসএফের গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

লালমনিরহাটের পাটগ্রামের শ্রীরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত আবু তালেব (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। গত শনিবার রাতে রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত ১০ ডিসেম্বর ভোরে উপজেলার শ্রীরামপুর সীমান্তের ৮৪৪ নম্বর মেইন পিলারের কাছে বিএসএফের গুলিতে আহত হন তিনি। তাকে গোপনে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে দুদিন চিকিৎসাধীন ছিলেন। নিহত আবু তালেব পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর ডাঙ্গিরপাড় গ্রামের কমর উদ্দিন ওরফে শাহীনের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ১০ ডিসেম্বর ভোরে সীমান্তের ৮৪৪ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় পাঁচ-ছয়জনের একটি দল গরু আনতে যায়। এ সময় ভারতের ১৪৮ চ্যাংরাবান্ধা বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। গুলিতে আবু তালেব গুরুতর আহত হন। এ সময় অন্য সঙ্গীরা তাকে উদ্ধার করে গোপনে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করেন।

পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে নিহত আবু তালেবের বড় ভাই আবু ছায়েদ মামলা করেছেন। গতকাল দুপুর লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট মর্গে পাঠানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন