শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বিজয় দিবসের নাটক মুক্তি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২০, ১২:০৪ এএম

এটিএন বাংলায় মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর রাত ৮.৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘মুক্তি’। মাসুম শাহরীয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শফিউল আলম বাবু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মতাব্দী ওয়াদুদ, নিশাত প্রিয়ম, সিফাত, সাইফ মাহমুদ, ইশরাক আফ্রিদ অন্তিক ও শফিউল আলম বাবু। এর গল্পে দেখা যাবে, অন্ধকার ঘরে একা বসে থাকে মেঘনা। বাইরে চাদের আলো। কড়িডোরে বুটের শব্দ। বুটের শব্দটা এসে থেমে যায় দরজায়। তারপর ক্যাচক্যাচ করে দরজাটা কেউ খোলে। হ্যাজাক লাইটের আলো এসে পড়ে মেঘনার ভীত সন্ত্রস্ত চেহারায়। এমন এক স্বপ্ন দেখে মেঘনার ঘুম ভাঙে। একটা সিনেমায় শ্যুটিং চলছে এখানে। মেঘনা জনপ্রিয় অভিনেত্রী। শ্যুটিং লোকেশনের পাশে একটা বাড়িতে মেঘনার থাকার ব্যবস্থা করা হয়েছে। ছবিতে মেঘনা একজন বীরাঙ্গনা নারীর চরিত্রে অভিনয় করছে। তাকে নিয়েই গল্প। অথচ চরিত্রের অনুভুতিটা ধরতে পারছে না সে। পরিচালক বারবার বলছিলো, অপমানিত চেহারায় অসহায় এক ধরনের ক্রোধ চাই মেঘনা। মেঘনা সেটা পারছিলো না। ঘুম ভাঙতেই প্রোডাকশন ম্যানেজার এসে তাড়া দেয় মেঘনাকে। এ বাড়িতে মেঘনার দেখাশোনা করে গ্রামেরই একটা মেয়ে। মেয়েটির নাম শিউলি। স্কুল কম্পাউন্ডে সেট ফেলা হয়েছে একটা দৃশ্যের। যে দৃশ্যে এক রাজাকার মেঘনাকে ধরে নিয়ে আসে। পাকিস্থানী এক কমান্ডারের হাতে তুলে দেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন