শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সিরিয়ায় উদাহরণ সৃষ্টি তুর্কি চিকিৎসকদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

উত্তর সিরিয়ার অপারেশন ইউফ্রেটিস শিল্ড অঞ্চলে অবস্থিত আল-রাই (কোবান বে) হাসপাতালে উদাহরণ সৃষ্টি করেছে তুরস্কের একদল চিকিৎসক। মাত্র দুই দিনের ব্যবধানে ২১ শিশুসহ ৪০ জন রোগীর সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেছেন তারা। তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত এক প্রোগ্রামের আওতায় সিরিয়ায় প্রেরণ করা চিকিৎসক দলটি রোগীদের সেবা দিয়ে আসছেন। পাশাপাশি সিরিয়ান মেডিকেল কর্মীদেরও প্রশিক্ষণ দিচ্ছেন তারা। জানা যায়, তুর্কি চিকিৎসকরা মাত্র দুই দিনের ব্যবধানে এসব অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। তার মধ্যে আছে জেনারেল সার্জারি, ইউরোলজি, স্নায়ুবিজ্ঞান, স্ত্রীরোগ, অর্থোপেডিক্স এবং কসমেটিক অপারেশন। তাদের এই প্রচেষ্টার জন্য তুর্কি চিকিৎসকদের ধন্যবাদ জানান সিরিয়ার মেডিকেল কর্মীরা। দীর্ঘদিন ধরে উত্তর সিরিয়ার ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অপারেশন চালিয়ে আসছে তুর্কি সেনারা। সেখানে তাদের দ্বারা নির্মিত এই হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) জন্য মোট ১৮টি শয্যা রয়েছে। এ ছাড়া শিশুদের জন্য পাঁচটি, নবজাতকের জন্য ১৮টি, বার্ন ইউনিটে ছয়টি এবং অপারেশন কক্ষে রয়েছে আটটি বেড। ২০১৬ সালে তুরস্ক সন্ত্রাস প্রতিরোধে এবং সিরিয়ার স্থানীয় বাসিন্দাদের শান্তিপূর্ণ বন্দোবস্ত করার লক্ষ্যে উত্তর সিরিয়ার সীমানা জুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে। যার নাম দেয়া হয়েছে অপারেশন ইউফ্রেটিস শিল্ড। মিডল ইস্ট মনিটর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন