বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সখিপুরে নিখোঁজের ৫ ঘন্টা পর দুই বছরের শিশুর লাশ উদ্ধার

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২০, ১১:১০ এএম

টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজের ৫ ঘন্টা পর দুই বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত এগারোটার দিকে হাতিবান্ধা ইউনিয়নের হতেয়া কেরানিপাড়া গ্রামের রান্না ঘর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। বিষয়টি হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন নিশ্চিত করেছেন। নিহত শিশু ওই গ্রামের প্রবাসী রাজু খানের মেয়ে রাইসা। হাতীবান্ধা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, দীর্ঘদিন যাবত রাজু খানের পরিবারের সাথে প্রতিবেশির বিরোধ চলছিলো। সোমবার বিকেল ৫টা থেকে রাইসাকে খুজে পাচ্ছিলো না তার পরিবার। পরে অনেক খোঁজাখুজির পর তাদের এক প্রতিবেশির রান্না ঘরের মাচার উপর বস্তার ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে সপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল হক ভূইয়া পরিদর্শন করেছেন।ওসি সাইদুল হক ভূইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চেয়ারম্যানের কাছে আমরা খবর পাই যে একটি শিশুর বস্তাবন্দি লাশ পাওয়া গেছে। দ্রুত আমরা চলে আসি এবং এসে রান্না ঘরের মাচার উপরে বস্তায় মোড়ানো শিশুটির লাশ উদ্ধার করি। শিশুটির লাশ মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Jack Ali ১৫ ডিসেম্বর, ২০২০, ১২:১৮ পিএম says : 0
When country is ruled by the enemy of Allah than people of that country become great leader of Iblees, in the society there will be no peace or security, government and general people will commit heinous crime every moment in ever corner in the country. After Liberation there was a comic magazine called UNMAN, it says Iblees cannot be found any where in Bangladesh. O'Bangladeshi Muslim and Alem in Bangladesh wake up and establish the Law of Allah only then we will be able to live our our country in peace, security and with human dignity.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন