মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ছয় সপ্তাহ পর বাইডেনকে অভিনন্দন জানালেন পুতিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২০, ৬:০৫ পিএম

ছয় সপ্তাহ পর অবশেষে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।গত ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ছয় সপ্তাহ পর নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বিজয়ের জন্য এ অভিনন্দন জানান পুতিন। ইলেক্টোরাল কলেজের সদস্যরা বাইডেনকে আনুষ্ঠানিকভাবে ভোট দেয়ার এক দিন পর পুতিনের কাছ থেকে এই অভিনন্দন বার্তা আসলো। -সিএনএন
নির্বাচনের প্রথম সপ্তাহে মার্কিন গণমাধ্যম বিজয়ীর নাম প্রকাশ করার পরপরই বাইডেনকে বিজয়ের জন্য অভিনন্দন জানান বিশ্বনেতারা। কিন্তু ক্রেমলিন জানায়, তারা মার্কিন নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলের জন্য অপেক্ষা করবে। যদিও ২০১৬ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে কয়েক ঘণ্টার মধ্যেই অভিনন্দন জানিয়েছিলো ক্রেমলিন। ট্রাম্প তার মেয়াদকালে বারবারই পুতিনের প্রশংসা করেছেন। অন্যদিকে নির্বাচনী প্রচারণার শুরু থেকেই পুতিনসহ বিশ্বের বিভিন্ন দেশের একনায়কদের তীব্র সমালোচনা করে আসছেন বাইডেন। অক্টোবরে এক সাক্ষাৎকারে রাশিয়াকে জাতীয় নিরাপত্তার জন্য প্রধান হুমকি বলেও মন্তব্য করেন বাইডেন।

গতকাল মঙ্গলবার ক্রেমলিন থেকে বাইডেনকে দেয়া শুভেচ্ছা বার্তায় বলা হয়, ‘পুতিন নবনির্বাচিত প্রেসিডেন্টের সাফল্য কামনা করছেন। আমরা আশা করছি, ভিন্নতা সত্ত্বেও দুই নেতা বিশ্বের বিদ্যমান সমস্যা সমাধানে একযোগে কাজ করবেন এবং বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার্থে দায়বদ্ধতার জায়গা থেকে রাশিয়া ও যুক্তরাষ্ট্র ঐকবদ্ধভাবে কাজ করবে।’ পুতিন বলেন, ‘পারস্পরিক শ্রদ্ধার জায়গা থেকে আমাদের দুই দেশের সম্পর্ক প্রতিষ্ঠিত। আমি আপনার সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন