শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গভীর সঙ্কটে ফ্রান্সের ক্লাবগুলো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

বেশ কিছুদিনের টানাপড়েনের পর স¤প্রচার সহযোগী মিডিয়াপ্রোর সঙ্গে চুক্তি বাতিল করল ফ্রেঞ্চ লিগ ওয়ান (এলএফপি)। এতে ফ্রান্সের শীর্ষ ফুটবল ক্লাবগুলো প্রচÐ আর্থিক সংকটে পড়তে যাচ্ছে। চলতি মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ৮০ শতাংশ স¤প্রচারস্বত্ব ৮০ কোটি ইউরোয় (৯৭ কোটি ডলার) কিনে নেয় চাইনিজ-স্প্যানিশ ব্রডকাস্টার মিডিয়াপ্রো। এটা ফরাসি ফুটবলের সবচেয়ে দামি চুক্তি ছিল। অনেক বিশেষজ্ঞ বলছেন, চুক্তিটি করে নিজেদের ওপর অত্যধিক চাপ তৈরি করেছিল মিডিয়াপ্রো। লিগ ওয়ানের খেলা দেখানোর জন্য টেলিফুট নামের চ্যানেল সৃষ্টি করে মিডিয়াপ্রো। কিন্তু চ্যানেলটি দর্শক খরায় ভুগছিল। গত অক্টোবরে মাত্র ৬ লাখ সাবস্ক্রাইবার ছিল চ্যানেলটির, যা তাদের বিজনেস মডেলে প্রাক্কলন করা ৩৫ লাখের চেয়ে অনেক অনেক দ‚রে। এএফপি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন