জাতীয় কবিতা মঞ্চ, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গত মঙ্গলবার, আমিরাতের স্থানীয় সময় রাত ১০ টা ১ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ১২টা ১ মিনিটে আবুধাবীর রজনীগন্ধা সিআইপি হলরুমে বাংলাদেশের ৪৯তম বিজয় দিবস উদযাপন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবিতায় কবি সমাবেশ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় কবিতা মঞ্চের সভাপতি, কবি মুহাম্মদ মুসার সভাপতিত্বে ও বিশিষ্ট লেখক ও ব্যাংকার মোহাম্মদ জাফর উদ্দিন ভূঁইয়ার উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় ভিডিও টেলিকনফারেন্সিং- এর মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত কবি নির্মলেন্দু গুন। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবিতা মঞ্চ, আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির প্রধান পৃষ্ঠপোষক ও মীরসরাই সমিতির সভাপতি ফখরুল ইসলাম খান সিআইপি। প্রধান বক্তা ছিলেন আবুধাবি শেখ খলিফা বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল কাজী আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবিতা মঞ্চের সাহিত্য বিষয়ক উপদেষ্টা ডা. শেখ শামসুর রহমান পিএইচডি, উপদেষ্টা, কবি ও লেখক মোহাম্মদ সাইফুল আলম সাইফ, সাহিত্যিক মোহাম্মদ আক্তারউদ্দিন পারভেজ, কবি ও অধ্যাপক জেবুন নাহার, কবি ও লেখক জানে আলম জাহাঙ্গীর, কবি ও সাংবাদিক মনিরউদ্দিন মান্না প্রমুখ। আল সুমাইয়া গ্রæপের চেয়ারম্যান ও জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত আরব আমিরাতের প্রধান পৃষ্ঠপোষক, কবি ফখরুল ইসলাম খান সিআইপির সার্বিক ব্যবস্থাপনায় এতে কবি পরিচিতি, স্বরচিত কবিতা আবৃত্তি, ক্রেস্ট প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন