শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মুজিববর্ষ স্কোয়াশে সেরা সুমন-মনিকা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২০, ৬:০৮ পিএম

মুজিববর্ষ এমটিবি বিজয় দিবস স্কোয়াশ টুর্নামেন্টের পুরুষ উম্মুক্ত বিভাগে উত্তরা ক্লাবের মো. সুমন ও নারী উম্মুক্ত বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মারজান আক্তার মনিকা সেরা হয়েছেন। সদস্যদের মধ্যে গুলশান ক্লাবের আবেদ মনসূর এবং মার্কারদের মধ্যে আর্মি ক্লাবের মো. মাসুদ রানা চ্যাম্পিয়ন হন। শিক্ষকদের গ্রুপে পুরুষ বিভাগে নৌবাহিনী স্কুলের মো. অহিদুজ্জামান বিশ্বাস ও নারী বিভাগে বিমান বাহিনীর শাহীন কলেজের আয়েশা পারভিন শিরোপা জিতেন। বয়সভিত্তিক গ্রুপে উর্ধ্ব-১৯ বছরে কিশোর বিভাগে উত্তরা ক্লাবের হামজা ইবনে সালেহিন ও কিশোরী বিভাগে শাহিন কলেজের আতিফা ইবনাত মৌনতা চ্যাম্পিয়ন হন। অনূর্ধ্ব-১৬ গ্রুপে বালকদের বিভাগে সেনাবাহিনীর মো. সোহাগ ও বালিকা বিভাগে গুলশান ক্লাবের সুহাইলা নুদ্রাত প্রিয়তা চ্যাম্পিয়ন হন। অনূর্ধ্ব-১৩ বছর গ্রুপে বালক বিভাগে গুলশান ক্লাবের উমায়ের জালাল আহাম্মেদ শিরোপা জেতেন। বুধবার ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেট ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ফারুক খাঁন এমপি। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অব.), পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের চেয়ারম্যান হেদায়েতুল্লাহ এবং ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন