শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

দেশে নাজুক অবস্থা বিরাজ করছে ছাত্র জমিয়ত বাংলাদেশ

বিজয় দিবসের আলোচনা সভায়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২০, ৮:০৫ পিএম

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম মহাসচিব শায়খুল হাদিস মাওলানা গোলাম মহিউদ্দীন ইকরাম বলেছেন, আমরা এমনি এক মুহূর্তে বিজয় দিবস উৎযাপন করছি যখন দেশের পরিস্থিতি খুবই নাজুক অবস্থা বিরাজ করছে। দেশের মানুষ নিরাপত্তাহীনতায় জীবন যাপন করছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীনভাবে বাড়ছে। স্বাধীন দেশে থেকেও আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি না। বিজয় দিবস পালন উপলক্ষে গতকাল ছাত্র জমিয়ত বাংলাদেশ আয়োজিত মুক্তিযুদ্ধের বীর শহীদদের রূহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজ বিকেলে রাজধানীর পল্টনস্থ জমিয়ত মিলনায়তনে ছাত্র জমিয়ত সভাপতি সুহাইল আহমদ এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন আল আদনানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন,জমিয়ত ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতী আতাউর রহমান খান,মাওলানা খাইরুল ইসলাম, ছাত্র জমিয়ত সহসভাপতি হাফেজ মুহাম্মদ, মোশাররফ হোসাইন, সাজ্জাদ আহমদ ও মাহবুবুর রহমান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন