বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাতে মেঘনায় মতলবগামী লঞ্চে ডাকাতি

যাত্রীদের সর্বস্ব লুট

মতলব উত্তর (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২০, ৯:২৪ পিএম

নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের মতলবগামী এমভি হৃদয় লঞ্চে ডাকাতি। বুধবার(১৬ডিসেম্বর) দিবাগত রাত ৭টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা লঞ্চে থাকা প্রায় ৫০/৬০ জন যাত্রীর সর্বস্ব লুট করে নিয়ে যায়।
জানায় যায় ,বুধবার নারায়নগঞ্জ থেকে সন্ধায় ৫.৪৫ মিনিট সময় মতলবের উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি হৃদয় লঞ্চ । মতলবের ষাটনল কাছাকাছি লঞ্চটি আসলে অনুমানিক ৭ টার সময় ডাকাতদল অস্রের মুখে চালককে জিম্মি করে হৃদয় লঞ্চের যাত্রীর সর্বস্ব লুটেনেয়।
লঞ্চে থাকা যাত্রী নয়ন মিয়া নামে একজন জানায় , লঞ্চটি নির্দষ্ট সময়ের ১০ থেকে ১৫ মিনিট পরে গজারিয়া ঘাটে ভীড়ে। গজারিয়া ঘাট থেকে কয়েকজন লোক লঞ্চে উঠে।
গজারিয়া ঘাট থেকে ছেড়ে আসা লঞ্চটি গজারিয়া ও মতলবের ষাটনল সিমানায় আসার পর ডাকাতেরা লঞ্চে ফাঁকা গুলি ছুড়ে। এতে যাত্রীদের মাঝে আতংক সৃষ্টিকরে মোবাইল, নগদ টাকা, মহিলাদের স্বর্নালংকার, যাত্রীদের সাথে থাকা মালামালসহ সর্বস্ব লুটে নেয়।
গত ১৯ নভেম্বও দিবাগত রাত পৌনে ১১টার দিকে ডাকাতির নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের মতলবগামী এমভি মকবুল-২ লঞ্চে ডাকাতি ঘটনা ঘটে। তার ২৮ দিন পর আজ বুধবার এমভি হৃদয় ডাকাতির ঘটনা ঘটলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন