বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নরসিংদীতে সাবেক ছাত্রদল নেতার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম


পূর্ব পাকিস্তানের ২২ পরিবারের এক পরিবার নরসিংদীর টি হোসেন অ্যান্ড কোম্পানি ও কোহিনুর জুট মিলের ম্যানেজিং ডিরেক্টর, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি তারেক আহমেদ তারেক ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। করোনা আক্রান্ত হয়ে তিনি গত মঙ্গলবার রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৫৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও পুত্রসহ বহুসংখ্যক গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি গত ২৯ নভেম্বর করোনা আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে দীর্ঘ এক পক্ষকাল লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত মঙ্গলবার রাত ১১টায় তিনি ইন্তেকাল করেন। তারেক ছিলেন টি হোসেন কোম্পানির প্রতিষ্ঠাতা মালিক ও মৌলভী তোফাজ্জল হোসেনের কনিষ্ঠ ছেলে। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থী হিসেবে নরসিংদী সরকারি কলেজ থেকে দুইবার ভিপি নির্বাচিত হন। গতকাল বুধবার বাদ জোহর নরসিংদী সরকারি কলেজ মাঠে তার নামাজে জানাজা হয়। জানাজার আগে সমাবেশে বক্তৃতা করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, খেলাফত মজলিসের আমির আল্লামা ইসমাঈল নুরপুরী নরসিংদী ইউনাইটেড কলেজের প্রিন্সিপাল ও নরসিংদী জেলা বিএনপি সহ-সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী, প্রমুখ। তার মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন আহমদ শোক প্রকাশ করেছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন