বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

হরিণাকুন্ডুর ভালকী গ্রামের আনোয়ার হোসেন অনু খুনের নেপথ্যে

প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ভাই হত্যামামলার বাদী হওয়ায় ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কিসমত ঘোড়াগাছা গ্রামের মাঠে আনোয়ার হোসেন আনু (৫০) নামে এক কৃষককে জবাই করে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের সাথে ২২ বছর আগে খুন হওয়ায় ভাই রবিউল ইসলাম হাকির হত্যারকারীদের হাত থাকতে পারে বলে পরিবারটির সন্দেহ। ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভালকী গ্রামের জাবেদ আলী বিশ্বাসের ছেলে চার সন্তানের জনক আনুকে বুধবার রাত ৯টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে নৃশংস ভাবে হত্যা করা হয়। বৃহস্পতিবার সকালে তার লাশ পাওয়া যায় কিসমত ঘোড়াগাছা গ্রামের উড়ির বিলে। নিহতর স্ত্রী বিউটি খাতুন অভিযোগ করেন, বুধবার রাতে তার স্বামী আনোয়ার হোসেন আনুর মোবাইলে একটি ফোন আসে। এরপর বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। রাতে অনেক খুজেও তার স্বামীকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার স্বামীর গলাকাটা লাশ পাওয়া যায়। ক’দিন আগে তার স্বামীকে পথের মধ্যে মরধর করা হয়েছেল বলেও বিউটি খাতুন যোগ করেন। মোবাইলের কললিস্ট যাচাই করলেই এই হত্যার রহস্য উন্মোচিত হবে বলে নিহত আনুর স্ত্রীর দাবী। দুবৃত্তদের হাতে খুন হওয়া আনুর নিকটাত্মীয় কিসমত ঘোড়াগাছা গ্রামের জাহিদুল ইসলাম জাহিদ জানান, আনু ভালকী গ্রামের একজন বড় কৃষক ছিলেন। কোন চরমপন্থি দলের সাথে তার সম্পৃক্ত ছিলেন না। ১৯৯৪ সালে খুন হওয়া রবিউল ইসলাম হাকি পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির সাথে জড়িত ছিলেন। প্রকাশ্যে দিনের বেলায় ঘরের মধ্যেই খুন করে তার হাকিকে। ঘটনার দিন কিলিং মিশনে কারা অংশ নিয়েছিল তা দিবালোকের মতো স্পষ্ট। ভাই হত্যা মামলার বাদী হওয়ার কারণে প্রতিপক্ষরা আনুকে হত্যা করেছে বলে তাদের সন্দেহ। তিনি আরো অভিযোগ করেন, এ মামলার আসামীরাই ষড়যন্ত্র করে বিভিন্ন সময় আনুকে সন্ত্রাসীসহ বিভিন্ন মামলার আসামী বানিয়ে পুলিশের কাছে দাগী করে তুলেছিল। ঘোড়াগাছার পাল সম্প্রদায়ের লোকজন আনুর অত্যাচারে অতিষ্ঠি ছিল বলে যে অভিযোগ উঠেছে তা ওই ষড়যন্ত্রকারীদেরই অপপ্রচার। এদিকে শনিবার আনুর স্ত্রী বিউটি খাতুন ৬-৭ জনকে আসামী করে হরিণাকুন্ডু থানায় একটি এজাহার দাখিল করেছেন। শুক্রবার নিহত আনুকে ভালকী গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন