শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রবাস জীবন

নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কস এর বিজয় দিবস উদযাপন

যুক্তরাষ্ট্র সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২০, ৮:০০ পিএম

নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কস এর উদ্যোগে উদযাপিত হয়েছে বাংলাদেশের ৫০ তম মহান বিজয় দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত বাংলাদেশ ম্যুরালের সামনে গত ১৫ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সংগঠন তিনটি এ অনুষ্ঠানের আয়োজন করে। এসময় বিভিন্ন সংগঠন শ্রদ্ধা, ভালোবাসায় এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নিউইয়র্ক সিটি কাউন্সিলের আসন্ন ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ থেকে প্রার্থী মোহাম্মদ এন মজুমদার, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ ইসলাম মামুন, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকন, খলিল বিরিয়ানী হাউজ অ্যান্ড খলিল হালাল চাইনিজের কর্ণধার মোঃ খলিলুর রহমান, এডভোকেট জামান, হৃদয়ে বাংলাদেশ’র সহ সভাপতি মামুন রহমান, সাধারণ সম্পাদক পল্লব সরকার, সাংগঠনিক সম্পাদক মাকসুদা আহমেদ, প্রচার সম্পাদক রায়হান জামান রানা, কার্যকরী সদস্য মাসুদ রানা, কমিউনিটি এক্টিভিস্ট মোজাফ্ফর হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মকে জানাতে হবে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস। তাদের কাছে তুলে ধরতে হবে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট। তাদের সেভাবে উদ্বুদ্ধ করতে পারলে তারাই এদেশের বিভিন্ন ইভেন্টে বাংলাদেশকে তুলে ধরবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন