বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মাটি-পাথর নিয়ে ফিরেছে চীনের মহাকাশযান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২০, ১২:০৫ এএম

নিরাপদে পৃথিবীর মাটি স্পর্শ করলো চীনের মহাকাশযান। সঙ্গে চাঁদ থেকে নিয়ে এলো দুই কিলোগ্রাম পাথর ও মাটি। ৪৪ বছর পর আবার চাঁদের মাটি ও পাথর এলো পৃথিবীতে। পরিকল্পনা অনুযায়ী, বৃহস্পতিবার সকালে পৃথিবীতে অবতরণ করেছে ক্যাপসুলটি। পৃথিবীতে নামার আগে এটি অরবিটার মডিউল থেকে আলাদা হয়ে যায়। গতিবেগ কমে যায়। তারপর প্যারাসুট করে তা নেমে আসে ইনার মঙ্গোলিয়ার সিজিয়াং-এ। হেলিকপ্টার ও গাড়ি আগের থেকেই তৈরি ছিল। তখনো ভালো করে ভোরের আলো ফোটেনি। আধো অন্ধকারে ক্যাপসুলটি উদ্ধার করা হয়। সরকারি চ্যানেল চায়না গ্লােবাল টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, ৩০০ কোজির ক্যাপসুল উদ্ধার করতে সঙ্গে সঙ্গে কর্মীরা পৌঁছান। তারা ক্যাপসুলটি দেখে সেটিকে নিরাপদ জায়গায় নিয়ে যাবেন। চন্দ্রাভিযান সফল হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ম্যাকডোনেল সেন্টার ফর স্পেস সায়েন্সের ডিরেক্টর ব্র্যাড জলিফ সংবাদসংস্থা এপি-কে বলেছেন, ‘চাঁদ থেকে আনা এই মাটি ও পাথর হলো অম‚ল্য সম্পদ। এই কঠিন মিশন সফল করার জন্য আমি চীনের বিজ্ঞানীদের কুর্নিশ জানাচ্ছি। এই মাটি ও পাথর বিশ্লেষণ করে অনেক তথ্য পাওয়া যাবে। আমার আশা বিজ্ঞানীরা বিশ্লেষণের কাজ করতে পারবেন।’ চীনের এই চন্দ্রাভিযানের মেয়াদ ছিল ২৩ দিন। এই সময়ের মধ্যে পৃথিবী থেকে উড়ে চাঁদে নেমে মাটি-পাথর সংগ্রহ করে আবার পৃথিবীতে ফিরে এসেছে মহাকাশযান। চীনই হলো তৃতীয় দেশ, যারা চাঁদ থেকে মাটি ও পাথর নিয়ে এলো। এর আগে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন চাঁদের মাটি-পাথর এনেছিল। ডিডব্লিউ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
যুদ্ধ ১৮ ডিসেম্বর, ২০২০, ৮:৪৩ এএম says : 0
এগুলো কেমনে করল চীন,,
Total Reply(0)
Antu ১৮ ডিসেম্বর, ২০২০, ১:৩০ পিএম says : 0
It's impossible for the west to prevent china's rise...
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন