শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জাপানে ভারী তুষারপাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন ১০ হাজার পরিবার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২০, ১২:১৫ পিএম

জাপানের নিগাতা ও গুনমা জেলায় গত তিনদিন ধরে ভারী তুষারপাত হয়েছে। এর ফলে সেখানকার প্রায় ১০ হাজার পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগা এ বিষয়ে জরুরি বৈঠক ডেকেছেন।

রাষ্ট্রীয় প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভারী তুষারপাতের কারণে ওই দুই জেলার বিভিন্ন অংশে প্রায় সাড়ে ছয় ফুট উচুঁ বরফ জমা হয়েছে। ইওজাওয়া ও সুকিয়িনো শহরের মধ্যে থাকা কান এতসু এক্সপ্রেসওয়েতে এক হাজার গাড়ি আটকে পড়েছে। আরেকটি এক্সপ্রেসওয়েতে প্রায় দুশ গাড়ি আটকে পড়েছিল।
আবহাওয়া অধিদপ্তর বলছে সামনে আরো কয়েকদিন আরো বেশি তুষারপাত হতে পারে।

অন্যদিকে ফিজি দ্বীপপুঞ্জে ধেয়ে আসছে ৫ মাত্রার ঘূর্ণিঝড় ইয়াশা। বড় ক্ষয়ক্ষতির আশঙ্কায় কারফিউ জারি হয়েছে দেশজুড়ে। আগামীকাল সকালে ২৫০ কিলোমিটার বাতাসের গতিবেগে ফিজিতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এতে বন্যা ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন। সূত্র : রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন