মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আদিবাসী নারীকে স্বরাষ্ট্রসচিব মনোনয়ন দিলেন বাইডেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার ইন্টেরিয়র সেক্রেটারি বা স্বরাষ্ট্রসচিব হিসেবে আদিবাসী নারী ডেব হ্যালান্ডকে মনোনয়ন দেয়ার পরিকল্পনা করছেন। বৃহস্পতিবার রাতে বাইডেন তার এই পরিকল্পনার কথা প্রকাশ করেন। বাইডেনের অন্তর্র্বতীকালীন দল বিবৃতির মাধ্যমে জানায়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পরবর্তী প্রশাসনকে নেতৃত্ব দিতে কয়েক জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এদের মধ্যে হ্যালান্ডও রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, সবকিছু ঠিকঠাক থাকলে হ্যালান্ড হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী স্বরাষ্ট্রমন্ত্রী।

হ্যালান্ড দেশটির নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে হ্যালান্ড বলেন, বাইডেন-হ্যারিসের জলবায়ু এজেন্ডা সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্মানের বিষয়। একই সঙ্গে আদিবাসীদের সঙ্গে সরকারের সম্পর্ক পুনরুদ্ধারেও এ সিদ্ধান্ত ভূমিকা রাখবে, যা ট্রাম্প প্রশাসন নষ্ট করেছে। দেশের ইতিহাসে এবারই প্রথম কোনো আদিবাসী ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব পালন করতে যাচ্ছেন। ৬০ বছর বয়সী হ্যালান্ড যুক্তরাষ্ট্রের লাগুনা পুয়েবলো নৃতাত্তি¡ক গোষ্ঠীর সদস্য। ২০১৮ সালে কংগ্রেস সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। যে দুজন আদিবাসী নারী কংগ্রেসের সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে নাম লিখিয়েছেন, তাদের মধ্যে হ্যালান্ড একজন। তাকে ‘কংগ্রেসের অন্যতম শ্রদ্ধাভাজন সদস্য’ হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। কংগ্রেসের আরেক ডেমোক্র্যাট সদস্য আলেজান্দ্রিয়া অসাসিও-করটেজ বাইডেনের এ মনোনয়নকে ‘ঐতিহাসিক’ হিসেবে আখ্যায়িত করেছেন। সূত্র : দ্য গার্ডিয়ান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন