শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাবেক এমপি শামসুদ্দিনের ইন্তেকাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২০, ২:২৮ পিএম

করোনাভাইরাসের পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসার কয়েক ঘণ্টা পর অসুস্থ হয়ে মারা গেলেন মানিকগঞ্জ-২ আসনের (হরিরামপুর ও শিবালয়) সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য শামসুদ্দিন আহমেদ।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ছোট ছেলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শাহাবুদ্দিন চঞ্চল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, জ্বর, সর্দি ও কাঁশিতে আক্রান্ত হওয়ার পর গত ৩০ নভেম্বর তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ১ ডিসেম্বর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। পরের দিন পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এর পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তবে শনিবার পরীক্ষায় তার করোনা নেগেটিভ এলেও শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে তাকে ওই হাসপাতালের আইসিইউতে নেয়া হয়।

রাত দেড়টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন