শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মার্কিন কংগ্রেসে ৯০০ বিলিয়ন ডলার রিলিফ প্যাকেজ অনুমোদন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২০, ২:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রে মার্কিন কংগ্রেস ৯০০ বিলিয়ন ডলারের রিলিফ প্যাকেজ অনুমোদনে একমত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে নিজের মধ্যকার মতাদর্শগত পার্থক্য দূর করে রিলিফ প্যাকেজ অনুমোদন দিতে চুক্তি করতে সম্মত হয়েছে শাসক ও বিরোধী দল। খবর সিএনএনের।
রিলিফ প্যাকেজ অনুমোদনের বিষয়ে রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। স্থানীয় সময় রবিবার হাউজ ও সিনেট প্যাকেজটি অনুমোদন দেবে ইঙ্গিত করে সিনেটের সংখ্যালঘু দলের নেতা চাক শুমার বলেন, আমরা চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি। এ প্যাকেজের মাধ্যমে চাকরিহীনদের প্রতি সপ্তাহে ৩০০ ডলার, ৬০০ ডলার সরাসরি অর্থ বিতরণ, ক্ষুদ্র ব্যবসায় ঋণ হিসেবে ৩৩০ বিলিয়ন, স্কুলগুলোর জন্য ৮০ বিলিয়ন এবং করোনার টিকা বিতরণে বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। সূত্র : সিএনএন

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন