শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রোলারের আঘাতে গাজীপুরে ঝাড়ুদার নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২০, ২:৪৭ পিএম

পেপার কারখানায় মেশিনের রোলারের আঘাতে দুলাল মিয়া (৫৬) নামে এক ঝাড়ুদার নিহত হয়েছেন।


শনিবার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

নিহত দুলাল মিয়া গাজীপুর সিটি কর্পোরেশনের হাতিয়াব (খিলপাড়া) এলাকার মৃত ইদ্রীস আলীর ছেলে। তিনি হাজী পেপার অ্যান্ড বোর্ড ইন্ডাস্ট্রিজের (পেপার কারখানা) ঝাড়ুদার।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান জানান, খিলপাড়া মাদ্রাসা রোড এলাকার হাজী পেপার অ্যান্ড বোর্ড ইন্ডাস্ট্রিজ কারখানায় ঝাড়ুদার হিসেবে চাকরি করতেন দুলাল মিয়া।

শনিবার সকালের দিকে কারখানায় ঝাড়ু দেয়ার সময় চালু থাকা পেপার মেশিনের রোলারে অসাবধানতাবশত আঘাতপ্রাপ্ত হন দুলাল।

দুলালকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন