শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মার্কিন নিষেধাজ্ঞার পর তুরস্কের প্রথম পণ্যবাহী ট্রেন বেইজিংয়ে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২০, ১১:০৭ এএম

চলতি মাসের গোড়ার দিকে তুরস্কের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে দেশটির সঙ্গে সম্পর্কের অবনতি হলেও চীনের সঙ্গে সম্পর্ক উন্নতি করছে আঙ্কারা। চীনের সঙ্গে প্রথমবারের মতো রেলপথে পণ্যবাহী ট্রেন চালু করেছে তুরস্ক।
তুরস্কের রাজধানী আঙ্কারার পরিবহন ও অবকাঠামোমন্ত্রী আদিল কারাইসমেলগ্লু জানিয়েছেন, তুরস্ক থেকে পণ্যবাহী ট্রেনটি চীনে শনিবার পৌঁছেছে। এটি দেশের জন্য বিশাল এক মাইলফলক। এক টুইট বার্তায় তিনি বলেন, চীনে রফতানি ট্রেনই রেল পরিবহনে আমাদের বিজয়।
পণ্যবাহী এই ট্রেনটি গত ৪ ডিসেম্বর ইস্তানবুল থেকে থেকে যাত্রা শুরু করে। ৮ হাজার ৬৯৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীনের জিয়ান শহরে পৌঁছে। ট্রেনটি তুরস্ক থেকে জর্জিয়া, আজারবাইজান, কাসপিয়ান সাগর এবং কাজাখাস্তান হয়ে চীনে পৌঁছে। সূত্র : রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন